এই ক্লান্ত দুপুরে
তোরে খুব মনেপরে।
কেনো জানি অযথাই
চোখের পানি ঝড়ে
মিছে মায়ার এ ভুবনে
হায় কেউ কারো নয়।
দিন শেষে চলে যায়
যে যার ঘরে।
কি মায়া লাগাইলি মোরে
বাধলি কোন প্রেমের ডোরে
কেনো তোরে ভুলিতে পারি না
যত চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোর স্মৃতি মোছা তো যায় না।
তিলে তিলে যাচ্ছে পুড়ে হৃদয়
ওরে দেখ না কেউ এসে
এ আমি জানতাম কি হবে এমন
এতটা ভালবেসে
ওরে জানিতাম যদি উড়ে যাবি
মনের শিকল ছিড়িয়া
আদর সোহাগ দিয়া তোরে
রাখিতাম বান্ধিয়া
কি মায়া লাগাইলি মোরে
বাধলি কোন প্রেমের ডোরে
কেনো তোরে ভুলিতে পারি না
যত চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোর স্মৃতি মোছা তো যায় না ।
কি মায়া লাগাইলি মোরে
বাধলি কোন প্রেমের ডোরে
কেনো তোরেে ভুলিতে পারি না
যত চাই থাকতে ভুলে
ততই তোরে মনে পড়ে
তোর স্মৃতি মোছা তো যায় না।
Song: Ki Maya Lagaili (কি মায়া লাগাইলি)
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Guitar: Shihab Rayhan
Music: Ankur Mahamud