OBUJHPONA (অবুঝপনা) Habib Wahid
কি জানি কেমন করে,
বাঁধা পরে গেছি আমি পুরোটাই।
চুপি চুপি মন বলে,
সারাক্ষণই আমি তোমাকে চাই।
মনেরই অতল ছুঁয়ে ছুঁয়ে,
তুমি কি আমায় নেবে ধুঁয়ে?
এ মন বোঝেনা কি...
Anmona Mon (আনমনা মন) Habib Wahid
আনমনা মন তোমার
আমার অন্তর চুরি করে,
ভালোবাসার অন্তরালে
শুধু কষ্ট আঘাত হানে।
আমার অন্তরের অন্তপুরে,
লুকোচুরি করো,
সেই সাথে ছলনার
অভিশাপে নিজেকে মারো।
কঠিন,
তোমার অন্তরখানি
আনমনে...
Nodi (নদী) Habib Wahid
নদী গানের লিরিক্স:
তোর কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি ।
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী ।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে ।
আমায় তুমি...
Beporowa Mon (বেপরোয়া মন) by Habib Wahid Video Songs With Lyrics
ও রে মন বেপরোয়া কেন আজ,
একবার শোন মুছে দেই প্রেমেরই লাজ।
চলে গেল আজ মনেরই তারারা
সুখে মতের হৃদয় গৃনারা,
ছুয়ে যাবার তোকে আজ
তুই দিলে ইশারা
ও রে...
Ei Bangla Ei Manush – Habib Wahid
আমার শস্য শ্যামল দেশ ,
আমার খেটে খাওয়া মানুষ ।
আমার শস্য শ্যামল দেশ ,
আমার খেটে খাওয়া মানুষ ।
বুক পাঁজরে সাহস , দিক বিজয়ী ফানুশ ।
হোঁচট...
Habib Wahid – Tumihina
তুমিহীনা ...
নিশি রাত , একা চাঁদ , অপলক
চেয়ে রয় না ... ।
তুমিহীনা ...
দুরের ঐ আকাশ ছুঁয়ে যায় না । -
মন শুধু খুঁজে বেড়ায়...
Bhalobashbo Bashbore – Habib Wahid | Hridoyer Kotha
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
দুধে...
Prithibir Joto Sukh – Habib Wahid & Nancy
পৃথিবীর যত সুখ, যত ভালবাসা
সবই যে তোমায় দেব, একটাই আশা
তুমি ভুলে যেও না আমাকে
আমি ভালবাসি তোমাকে।
ভাবিনি কখনো, এ হৃদয় রাঙানো
ভালবাসা দেবে তুমি
দুয়ারে দাঁড়িয়ে, দু’বাহু...
Din Gelo – Habib
দিন গেল তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন...
Keno Piriti Baraila Re Bondhu – Habib
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাড়া পড়শী বাদী আমার
বাদী কালন নদী
মরম-জ্বালা সইতে না’রি
দিবানিশি...