ওগো বাংলাদেশের মেয়ে
তুমি অনেক কথাই বললে আমায়
আমার দিকে চেয়ে … !
ভালোবেসে আমি ফেলেছি
জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে …
তুমি এসেছো আমার ঘরে
তুমি থাকতে আসনি জানি সেটা আমি
ফিরবে একটু পরে…
তবু যেটুকু আমি পেয়েছি
তুমি ছড়িয়ে গিয়েছো মনের নানান স্তরে….
ওগো বাংলাদেশের মেয়ে!
বুকে চেপে ধরে, কেঁদেছি অঝরে
কোথা থেকে এতো স্নেহ গোড়ায়?
কত কি যে ভাবি সবই হাবিজাবি
বেঁচে থাকা শুধু মায়া বাড়ায়… !
ভাবিনি এভাবে ছোঁবে
এই শরীরে দৌড়োবে
তুমি আবার আসবে কবে?
ওগো বাংলাদেশের মেয়ে….
মুছে দেবো আমি সীমারেখা যত
আমার এ পৃথিবী নিজে সাজাই
নিয়মের তালা ভেঙে দিয়ে আমি
জানি খুঁজে নেবো আমি কি চাই … !
ভাবিনি এভাবে ছোঁবে
এই শরীরে দৌড়োবে
তুমি আবার আসবে কবে? ..
ওগো বাংলাদেশের মেয়ে
তুমি অনেক কথাই বললে আমায়
আমার দিকে চেয়ে … !
ভালোবেসে আমি ফেলেছি
জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে …
তুমি এসেছো আমার ঘরে
তুমি থাকতে আসনি জানি সেটা আমি
ফিরবে একটু পরে …
তবু যেটুকু আমি পেয়েছি
তুমি ছড়িয়ে গিয়েছো মনের নানান স্তরে ….
ওগো বাংলাদেশের মেয়ে!
Song: Bangladesher Meye
Lyrics, Music & Vocals: Anupam Roy
Cast: Anupom Roy & Masuma Rahman Nabila
Direction: Shahrear Polock