আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভাল,
আমি মনের দেয়ালে সুখেরই খেয়ালে ঢেলেছি যে তোমার আলো,
তুমি চোখেরি আড়ালে কখনো হারালে হয়ে যাবো এলোমেলো,
আমি মনের দেয়ালে সুখেরে খেয়ালে ঢেলেছি যে তোমার আলো,
তুমি চোখেরই আড়ালে কখনো হারালে হয়ে যাবো এলোমেলো,
স্বপ্নেরই মোহনায় সাজিয়েছি যে তোমায়, ভুলে যাবো কি করে,
তোমারি ছায়া যে, ফেলেছে মায়া যে, জীবনের পথ জুড়ে,
স্বপ্নেরই মোহনায় সাজিয়েছি যে তোমায়, ভুলে যাবো কি করে,
তোমারি ছায়া যে, ফেলেছে মায়া যে, জীবনের পথ জুড়ে,
আমি মনের দেয়ালে সুখেরই খেয়ালে ঢেলেছি যে তোমার আলো,
তুমি চোখেরই আড়ালে কখনো হারালে হয়ে যাবো এলোমেলো,
আমার মতন কে আছে বল, বাসবে তোমায় এত ভাল,
আমার মতন কে আছে বল, বাসবে তোমায় এত ভাল,
চোখেরই ইশারায় রেখেছি পাহারায় যেতে দেবোনা দুরে,
তুমি হিনা আমি যে, শুধু পাগলামি যে, হৃদয়টা ভবঘুরে,
চোখেরি ইশারায় রেখেছি পাহারায় যেতে দেবোনা দুরে,
তুমি হিনা আমি যে, শুধু পাগলামি যে, হৃদয়টা ভবগুরে,
আমি মনের দেয়ালে সুখেরই খেয়ালে ঢেলেছি যে তোমার আলো,
তুমি চোখেরি আড়ালে কখনো হারালে হয়ে যাবো এলোমেলো,
আমার মতন কে আছে বল, বাসবে তোমায় এত ভাল,
Song – Amar Moton Ke Ache Bolo
Movie – Rana Pagla ( The MENTAL )
Singer – Akaash ( Kolkata )
Cast – Shakib, Tisha, Achol, Porshi, Misha